বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় চমকের পর চমক।
৩৮তম বর্ষে মাতৃমূর্তি থেকে প্রতিমার চক্ষুদান পর্ব সবেতেই নজর কাড়লেন পুজো উদ্যোক্তারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি প্রতিমা।
ফাইবার গ্লাসের তৈরি প্রতিমায় চক্ষুদান করলেন মদন মিত্র। এই মুর্তিটি অবশ্য পুজো করা হবে না।
মদন মিত্র ছাড়াও চক্ষুদানের সময় উপস্থিত ছিলেন সৌগত রায়।
সাদা শাড়ি পরিহিত মূর্তির দশ হাতে মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় ১০টি প্রকল্পের নাম। চালচিত্রে ‘বিশ্ব বাংলা’ লোগো।
প্রতিমা নির্মাণের দায়িত্বে মৃৎশিল্পী মিন্টু পাল। থিম শিল্পী অভিজিৎ গন।
প্রতিমার চক্ষুদানের মাধ্যমেই যেন উৎসবের সূচনা হল বাগুইআটিতে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.