মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে তাঁদের স্বাগত জানাতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে নিজে ঢোল বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২২ নভেম্বর অসম-মেঘালয় সীমানা সমস্যার জেরে অসম পুলিশের গুলিতে ৫ নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি শুনলেন তাঁদের সমস্যার কথা। ঠিক ঘরের মেয়ের মতো আপন করে নিলেন প্রত্যেককে।
এদিন দুপুরে শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মিসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেন্ট্রাল লাইব্রেরির কর্মী সম্মেলনে বস্তুত ফেব্রুয়ারিতে মেঘালয় বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূল সরকারের নানা উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মেঘালয়কেও উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন একটি প্রাক-বড়দিনের উৎসবে শামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বরাবরাই খুদেদের মাঝে মিশে যেতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন খুদেদের মাঝে দাঁড়িয়ে কেক কাটলেন তিনি। মেতে উঠলেন প্রাক বড়দিনের অনুষ্ঠানে। আগামিকাল কলকাতা ফিরবেন মমতা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.