Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘একবছরেরই শেষ হবে কাজ,’ দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী

পুরীর আদলে প্রতিদিন বিকেলে ওড়ানো হবে ধব্জা।

দিঘায় সভার পরই জগন্নাথ ধামের কাজ পরিদর্শনে মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সোহম-সহ অন্যান্যরা। এদিন নির্মীয়মাণ মন্দিরের ভিতরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। খতিয়ে দেখেন কাজ কতটা এগিয়েছে।

এদিন মন্দিরের কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা।

মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির।

তবে পুরীর আদলে মন্দির তৈরি হলেও বিগ্রহ তৈরি হবে মার্বেলের। প্রতিদিন বিকেলে ওড়ানো হবে ধব্জা। রথযাত্রার আয়োজনও করা হবে।