প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের ঠিক আগের দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছরই এই দিনে পুজো দেন মুখ্যমন্ত্রী। আরতি করেন। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ঘুরে দেখলেন মন্দির চত্বরের সংস্কারের কাজও।
শুক্রবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী আসবেন বলে মন্দির চত্বর ঘিরে ছিল আঁটসাট নিরাপত্তা।
পুজো দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের জন্য, বাংলার জন্য, সকলের মঙ্গলের জন্য পুজো দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, "নববৈশাখে রইল আমার ভালবাসা, প্রণাম, প্রীতি, স্নেহ। সবাইকে শুভেচ্ছা ও শুভনন্দন জানাই।"
কালীঘাট মন্দিরে পুজো সেরে ওই এলাকারই নকুলেশ্বর ভৈরব মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। শিবের মাথায় জল ঢেলে রাজ্যবাসীর জন্য প্রার্থনা করেন।
শুক্রবার বঙ্গসফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধেয় প্রায় একই সময়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। অর্থাৎ একদিকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মা ভবতারিণীর পুজো দিলেন, তখন অন্যদিকে প্রতিবারের মতো কালীঘাট মন্দিরে হাজির মুখ্যমন্ত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.