Advertisement
Advertisement
Durgapur

দুর্গাপুরের বসতিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৭০ টি বাড়ি, আশ্রয়হীন বহু

সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকল আধিকারিকদের।

দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ড প্রান্তিকার তালতলা বসতিতে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলে উঠল একের পর এক ৭০ টি বাড়ি। ছবি-উদয়ন গুহরায়।

মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন বসতির বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। ছবি-উদয়ন গুহরায়।

দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তাতে লাভ হয়নি। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। ছবি-উদয়ন গুহরায়।

দমকলের ৪ টি ইঞ্জিনের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বসতিটি। ছবি-উদয়ন গুহরায়।

দমকল আধিকারিক সূত্রে খবর, এদিন ওই বসতিতে আট থেকে ১০ টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ছবি-উদয়ন গুহরায়।

এদিনের অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত ৭০ টি বাড়ি। আশ্রয়হীন ২৬০ জন মানুষ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই বসতির বাসিন্দাদের আপাতত এলাকার একটি স্কুলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ছবি-উদয়ন গুহরায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ড। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত নন দমকলের আধিকারিকরা। ছবি-উদয়ন গুহরায়।