নারী শরীর কেমন হওয়া উচিত, তা নিয়ে নানা মুনির নানা মত। এই মতের তোয়াক্কা না করেই নজির গড়লেন নেপালি কন্যা জেন দীপিকা গ্যারেট।
প্রথম 'প্লাস সাইজ'-এর প্রতিযোগী হিসেবে তিনি ২০২৩ সালের মিউ ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
শরীরে মেদ তো কী? ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় সেরা কুড়ি প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন নেপালের এই সুন্দরী।
নেপালি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিকত্ব রয়েছে জেনের। পেশায় নার্স হওয়ার পাশাপাশি বিজনেস ডেভলপারেরও কাজ করেন তিনি।
শরীরের মেদ নিয়ে এক সময় দুশ্চিন্তায় থাকতেন জেন। মানসিক অবসাদেও ভুগেছেন। কিন্তু এখন সেই সব কাটিয়ে উঠেছেন।
নিজের আশেপাশের মানুষদেরও শরীর নিয়ে কোনও ছুঁৎমার্গ না রাখার পরামর্শ দেন জেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.