বড়দিনের আগে ক্রমেই নামছে শহরের তাপমাত্রার পারদ। একরাতে ১ ডিগ্রির বেশি কমে গেল তাপমাত্রা। যার জেরে আজ, শনিবার মরশুমের শীতলতম দিন।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। ফলে সপ্তাহান্তে আরও বেশি শীত অনুভূত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আগামী তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর ধীরে ধীরে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
শীতের আনন্দ উপভোগ করছে কলকাতাবাসী। বিশেষ করে সকালের দিকে ঠান্ডা হাওয়া বইছে। গরম জামা গায়ে চাপিয়ে স্কুলে যাচ্ছে খুদেরা। দিন ও রাত- দুই সময়ের তাপমাত্রাই স্বাভাবিকের নিচে।
উত্তরবঙ্গেও আরও কমেছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ায় জলীয় বাষ্প থেকে কুয়াশা হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.