মেট গালা রেড কার্পেট মানেই অদ্ভুত ফ্যাশন। ফ্যাশনে কে কাকে টেক্কা দেবে, তা নিয়ে ফ্যাশন লড়াই। আর সেই সব অদ্ভুত পোশাক পরে ক্যামেরার সামনে আসতেই তুমুল শোরগোল। এই যেমন ফেড্রিক রবার্টশন পরলেন অদ্ভুত এক পোশাক। সারা শরীরে যেন কাঁটা বিঁধে রয়েছে। Photo: Reuters
তবে শুধু বিদেশি নয়, ভারতীয় মডেলকন্যা নাতাশা পুনেওয়ালাও পৌঁছে ছিলেন এই মেট গালা ফ্যাশনে। সব্যসাচীর শাড়িতে অভিনব উপায়ে সেজেছিলেন নাতাশ। মাথা জুড়ে যেন তীরন্দাজের মুকুট। Photo: Instagram
বেলা হাডিড পরেছিলেন ব্লু বেরি করসেট ড্রেস। Phot: AFP
নরম অঙ্গ হয়ে উঠল সোনার। ক্যারা ডেলেভিঞ্জে সোনালি রঙেই শরীর রাঙিয়ে তুললেন সঙ্গে লাল রঙের প্যান্ট। Photo: Shutterstock
উইনি হারলোর সাজেও ছিল অভিনবত্ব। শ্বেতী রোগকে উপেক্ষা করেই রেড কার্পেটে পা রাখলেন আত্মবিশ্বাসী উইনি। Photo: AFP
রেড কার্পেটে অভিনেত্রী আরিনা ডেবোস সেজে এলেন একেবারে অস্কারের আদলে। পোশাকে দেখা গেল কালো ও সোনালি রঙের লেখা। Photo: Shutterstock
অভিনেত্রী গিগি হ্যাডিডের ফোলা জ্যাকেট নজর কাড়ল গোটা মেট গালাতে। Photo: AFP
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.