Advertisement
Advertisement

Breaking News

Metro

নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে ট্রায়াল রানের শুরুতেই বিপত্তি! বিকট আওয়াজ করে থামল মেট্রো

প্রায় সাড়ে ছ’ কিলোমিটার যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন।

নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রোর ট্রায়াল রান শুরু। মহড়া দৌড়ের শুরুতেই বিপত্তি। ছবি: পিন্টু প্রধান।

পরীক্ষামূলকভাবে বেলা সাড়ে ১১টা নাগাদ কবি সুভাষ থেকে চলা শুরু করে ট্রেন। কিছুটা এগনোর পরই বিকট আওয়াজ করে দাঁড়িয়ে পড়ে নন এসি রেক। ছবি: পিন্টু প্রধান।

ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়। তাঁরা এসে মেট্রোর রেক পরীক্ষা করেন দেখেন। পরে আবার চলতে শুরু করে মেট্রোটি। ছবি: পিন্টু প্রধান।

কবি সুভাষ থেকে হেমন্তকুমার মুখোপাধ্যা স্টেশন অর্থাৎ রুবি পর্যন্ত আপাতত ট্রায়াল রান চলবে। ছবি: পিন্টু প্রধান।

ট্রায়াল রানের জন্য আনা হয়েছিল এসি রেক। শনিবার থেকে টানা কয়েকদিন চলবে মহড়া দৌড়। ছবি: পিন্টু প্রধান।

মেট্রো সূত্রে খবর, দিপাবলীতেই এই লাইনে মেট্রো ছোটা শুরু করবে। এই অংশে যাত্রী নিয়ে ট্রেন ছোটার যাবতীয় পরিকাঠামোই তৈরি হয়ে গিয়েছে। ছবি: পিন্টু প্রধান।

প্রায় সাড়ে ছ’ কিলোমিটার যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন। ছবি: পিন্টু প্রধান।