সাফল্যের পথে মানুষ যতই সামনের দিকে এগিয়ে যায়, অতীতের পিছুটান বোধহয় ততই বাড়ে। এমনটাই হয়েছে মিমি চক্রবর্তীর ক্ষেত্রে।
জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার মেয়ে মিমি এখন টলিউডের নামকরা অভিনেত্রী। তবে তাঁর মন ও প্রাণ জুড়ে রয়েছে ঘরে ফেরার স্মৃতি। সেই স্মৃতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
পাহাড়ে ঘেরা রাস্তা, ঘন জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া ট্রেন লাইন, আর সবুজের সমাহার। এমন জায়গাতেই মিমির বাড়ি।
সুন্দর এই পরিবেশে আপনজনদের সঙ্গে দারুণ সময় কেটেছে অভিনেত্রীর। হাসিমুখে তুলেছিলেন ছবি।
বড়পর্দায় মিমির সফর শুরু 'বাপি বাড়ি যা' সিনেমার মাধ্যমে। তার পরের সফর 'গল্প'-এর মতো হলেও 'সত্যি'।
রাজনীতির ময়দানেও সাফল্য পেয়েছেন মিমি। ভোটে জিতে হয়েছিলেন যাদবপুরের সাংসদ। তবে এবারে আর প্রার্থী হননি টলিপাড়ার তারকা।
এখন মিমির পাখির চোখ 'তুফান'। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.