পর্যটনে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিকাঠামো। সেই তালিকায় নতুন সংযোজন কাশীর 'টেন্ট সিটি'।
বারাণসীতে তীর্থযাত্রীদের কাছে মূল আকর্ষণ কাশী বিশ্বনাথের মন্দির। তার একদম কাছে গড়ে উঠল বিলাসবহুল টেন্ট সিটি।
বিলাসবহুল টেন্ট সিটিতে কী নেই? অত্যাধুনিক সুযোগ-সুবিধার উপর নির্ভর করবে খরচও।
টেন্ট বা তাঁবুর দরজা খুললেই দেখা মিলবে গঙ্গার। আর এই তাঁবুর শহরের মধ্যে রয়েছে জিম, স্পা, সুইমিং পুল থেকে শুরু করে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, টেন্ট সিটিতে পর্যটকদের জন্য় রয়েছে লাইভ ধ্রুপদী সংগীত ও যোগাভ্য়াসের ব্য়বস্থা।
পর্যটকদের গঙ্গাস্নানের জন্য় ভাসমান গঙ্গাকুণ্ডের ব্যবস্থাও রয়েছে কাশীর টেন্ট সিটিতে।
রয়েছে বিশাল কনফারেন্স রুমও। যেখানে অনায়াসে বিশ্বমানের যে কোনও সম্মেলনের আয়োজন করা যেতে পারে।
২ ধরনের প্যাকেজ রয়েছে টেন্ট সিটিতে। প্রথমটি, ১ রাত ২ দিনের ও দ্বিতীয়টি ২ রাত ৩ দিনের।
এছাড়া গঙ্গার অবস্থান অনুযায়ী বিভিন্ন টেন্টের দাম আলাদা-আলাদা ধার্য করা হয়েছে। চারটির ক্ষেত্রে খরচ চার রকম।
১ রাত ২ দিন টেন্ট সিটিতে থাকতে খরচ পড়বে মাথাপিছু সাড়ে ৭ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। আর ২ রাত-৩ দিনের জন্য খরচ হতে পারে জন প্রতি ১৫ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত।
টেন্ট সিটি খোলা থাকবে অক্টোবর থেকে পরের বছর জুন অবধি। অফিশিয়াল ওয়েবসাইট থেকে করা যাবে বুকিং।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.