জি-২০তে উপস্থিত রাষ্ট্রপ্রধানের সঙ্গীদের জন্য বিশেষ উপহার দিয়েছে ভারত। সেই তালিকায় ছিল তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং, তসরের শাল। ছত্তিশগড়ের শিল্পীদের হাতে তৈরি মূর্তিও তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও তাঁর সঙ্গী জোডি হেডেনের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ সম্মেলনের শেষে রাষ্ট্রনেতাদের সঙ্গে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের শেষ দিন সকালে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রত্যেক রাষ্ট্রনেতা। সকলের গলায় ছিল প্রধানমন্ত্রীর উপহার দেওয়া উত্তরীয়।
সৌদি আরবের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
জি-২০ সম্মেলনে যোগ দিয়ে মোদির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'ভারতের সঙ্গে বাংলাদেশের আত্মিক সম্পর্ক রয়েছে', বৈঠক শেষে বলেন হাসিনা।
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে পা রেখেছেন ঋষি সুনাক। তাঁর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
জি সম্মেলনের মধ্যেই মধ্যাহ্নভোজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বের ছবি প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদির সখ্যতার কথা অজানা নয়। জি-২০ উপলক্ষে বিশেষ নৈশভোজে দুই রাষ্ট্রপ্রধানকে হালকা মেজাজে দেখা গিয়েছে। এছাড়াও আড্ডায় ছিলেন বিশ্ব ব্যাংকের প্রধান অজয় বাঙ্গা, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভাও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.