Advertisement
Advertisement
Mohun Bagan

‘গোটা বিশ্বে সবুজ-মেরুন সমর্থক রয়েছে’, মোহনবাগান রত্ন সম্মান পেয়ে আপ্লুত শ্যাম থাপা

২৯ জুলাই মোহনবাগান দিবসে ময়দানে ফিরল চেনা ছবি। দেখুন অ্যালবাম।

১০

করোনা অতিমারীর জেরে গত দু'বছর মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে পা রাখার সুযোগ পাননি সমর্থকরা। তবে এবার ২৯ জুলাই ময়দানে ফিরল সেই চেনা ছবি। ঐতিহাসিক দিন উদযাপনে সেজে উঠল সবুজ-মেরুন তাঁবু। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ী অমর একাদশকে আরও একবার স্মরণ করল ক্লাব। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পৌশালী বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় ব্য়ান্ড চন্দ্রবিন্দুর পারফরম্যান্সের সাক্ষী থাকলেন বাগানভক্তরা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

ব্যাকভলির জন্য ময়দানে বিখ্যাত শ্যাম থাপাকে মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হয়। বলে দেন, 'দল ছিল বলেই শ্য়াম থাপা হতে পেরেছিলাম। সাত বছর এই ক্লাবে কাটিয়েছি। তাই ক্লাব থেকে সম্মান পেয়ে আমি গর্বিত।' ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

সুভাষ ভৌমিকের প্রয়াণের পরেই মোহনবাগানের তরফে ঘোষণা করা হয়েছিল তাঁর নামে সেরা ফরোয়ার্ডের পুরস্কার দেওয়া হবে। এবার সেরা ফরোয়ার্ডের পুরস্কার পেলেন কিয়ান নাসিরি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

বছরের সেরা ফুটবলার লিস্টন কোলাসোকে দেওয়া হল শিবদাস ভাদুড়ি অ্যাওয়ার্ড। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

বছরের সেরা অ্যাথলিটের পুরস্কারের নাম দেওয়া হয়েছে প্রণব বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই পুরস্কার এবার তুলে দেওয়া হল বাপি শেখের হাতে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

জীবনকৃতি সম্মান পাচ্ছেন সবুজ-মেরুনের প্রাক্তন গোলকিপার বলাই দে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০

বছরের সেরা অফিসিয়াল হিসেবে অঞ্জন মিত্র পুরস্কারে সম্মানিত করা হল গোকুলাম কেরলের ভিসি প্রবীণকে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০ ১০

এদিন দুপুরে ক্লাবের মাঠে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়