গত মাসেই সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।
একটি ছোট্ট টিশার্টের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান ইলিয়ানা। লেখেন, শীঘ্রই আসছে… ‘আমার ছোট্ট রানির সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় আছি।’
এবার বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তাঁর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।
২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।
তারপর খবরে এসেছিল ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছিলেন ইলিয়ানা।
সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
প্রশ্ন উঠছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এসব নিয়ে এখনই কিছু জানাতে চাননি ইলিয়ানা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.