পুজোর মরসুমে মুম্বইতে মনামী ঘোষ। দিন কয়েক ধরেই মায়ানগরীতে রয়েছেন টলিউড অভিনেত্রী।
দুর্গাপুজোর আগে গান রিলিজ করেছেন মনামী। তারপরই মুম্বইতে ছুটেছেন। সেখানকার বাঙালি তারকাদের সঙ্গে আড্ডাও দিচ্ছেন তিনি।
তবে শহর থেকে দূরে থাকলেও পুরোদস্তুর বাঙালিয়ানার আমেজ নিতে অষ্টমীর সকালে পৌঁছে গিয়েছিলেন নর্থ বম্বে সর্বজনীন। রানি-কাজলদের দুর্গাপুজোয় গিয়ে ভোগও খেয়েছেন মনামী ঘোষ।
এবার লক্ষ্মীপুজোতেও সেই বাঙালিয়ানা মিস করতে চাইলেন না অভিনেত্রী। কোজাগরীর দিন মনামী পৌঁছে গেলেন বাপি লাহিড়ীর বাড়ির পুজোয়।
পুজোর সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। লাহিড়ীদের সঙ্গে পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি দেদার আড্ডাও দিতে দেখা গেল মনামী ঘোষকে।
প্রবাসী দুই বাঙালি তারকা গায়িকা অন্তরা মিত্র এবং অভিনেত্রী পায়েল ভট্টাচার্যের সঙ্গে আড্ডার মাঝে ছবিও তুলেছেন মনামী ঘোষ।
পরনে কালো শাড়ি লাল ব্লাউজ। খোলা চুল। রুপোলি গয়নায় দিব্যি মানিয়েছিল মনামী ঘোষকে। ঠাকুরের পাশে রাখা বাপ্পি লাহিড়ীর ফটোর সামনে বসে ছবিও তুললেন অভিনেত্রী।
কিন্তু আচমকাই কেন মুম্বইতে কোনও হিন্দি সিরিজ কিংবা সিনেমার জন্য নাকি? তা অবশ্য এখনও জানা যায়নি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.