ছোটপর্দা দিয়েই ম্রুণাল ঠাকুর শুরু করেছিলেন অভিনয় কেরিয়ারের সফর। তবে বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবাধ বিচরণ।
অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের রূপ ও অভিনয়ে মন্ত্রমুগ্ধ সকলে।
'দ্য ঘোস্ট স্টোরিজ' অভিনেত্রী বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয়।
অনুরাগীদের সঙ্গে নিজের বিভিন্ন মুডের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন ম্রুণাল ঠাকুর।
সম্প্রতি তাঁকে দেখা গেল হট অবতারে। কখনও বিছানায় অন্তর্বাস বের করে বোল্ড অবতারে দেখা গেল তাঁকে।
তো কখনও বা আবার ওভারসাইজ শার্ট খোলা অবস্থায় ধরা দিলেন উন্মুক্ত উর্ধ্বাঙ্গে।
পশ্চিমী পোশাকেও ম্রুণাল যেমন নজর কাড়েন, তেমনই তাঁকে দিব্যি লাগে 'দেশি লুকে'।
ক্যামেরার সামনে নানা পোজে অভিনেত্রী নিজেকে মেলে ধরেন। এবার হট অবতারেস ভক্তদের কালঘাম ছুটিয়ে দিলেন ম্রুণাল ঠাকুর।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.