মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। এবার বাগদান পর্ব সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে রোকা হয় তাঁদের। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দু'জনে।
দুই পরিবারের ঘনিষ্ঠরা রোকায় শামিল হন।
রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত। মার্কিন মুলুকের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তিনি। তারপর পারিবারিক ব্যবসায় যোগ দেন। বর্তমানে জিও এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
রাধিকা মার্চেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে স্নাতক। বর্তমানে এনকোর হেলথ কেয়ারের ডিরেক্টর তিনি।
অনন্ত এবং রাধিকা দু'জনে এতে অপরকে বহুদিন ধরে চেনেন। মন দেওয়া নেওয়া পর্বও সেরেছেন আগেই। রোকা হল বৃহস্পতিবার। খুব শীঘ্রই বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন দু'জনেই।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.