বছরশেষে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী-ডান্সার মুক্তি মোহন। পাত্র অভিনেতা কুণাল ঠাকুর। রবিবার সোশাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নবদম্পতি।
মালাবদল থেকে সিঁদুরদান, নানা মুহূর্তের ছবি শেয়ার করে মুক্তি লিখেছেন, "তোমার সঙ্গে ঐশ্বরিক সম্পর্ক অনুভব করি। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদে আমি কৃতজ্ঞ। কুণালের সঙ্গে নতুন পথচলা শুরু করলাম। আপনাদের সকলের শুভকামনার জন্য ধন্যবাদ।"
বিয়ের হালফিলের ফ্যান বলছে, লাইট কালারই সুপারহিট। সেই ছবি ধরা পড়ল মুক্তি-কুণালের বিবাহ আসরেও। হালকা গোলাপি করেন লেহেঙ্গায় সেজেছেন কনে। কুণালের পরনে অফ হোয়াইট শেরওয়ানি।
বন্ধুবান্ধব, পরিবারের উপস্থিতির পাশাপাশি বিয়েতে হাজির ছিলেন বলিউডের একঝাঁক তারকা। আযুষ্মান খুরানা, গওহর খান, মৌনি রায়, বিশাল দাদলানি-সহ নামী তারকাদের সমাবেশে জমজমাট হয়ে ওঠে বিয়ের অনুষ্ঠান।
বোনের বিয়েতে দারুণ আনন্দ করলেন জনপ্রিয় গায়িকা নীতি মোহনও। বোনের সঙ্গে একাধিক ছবিতে দেখা গেল তাঁকেও। আরেক বোন তথা কোরিওগ্রাফার শক্তি মোহনও বিয়ের থিম মাথায় রেখেই সাজগোজ করেছিলেন।
বিয়ের পরই বোনের উদ্দেশে আবেগঘন একটি পোস্ট করেন শক্তি। লেখেন, 'মনে হচ্ছে তোর সঙ্গে আমার একটা অংশও যেন বিদায় নিচ্ছে। তোকে ভীষণ মিস করব।'
মুক্তি ও কুণাল সমাজ মাধ্যমে ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন। অনেকে যেমন লিখেছেন, দুজনকে দারুণ মানিয়েছে, তেমনই সকলে তাঁদের আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.