Advertisement
Advertisement

Breaking News

Mahatma Gandhi Birth Anniversary

১৫৪তম গান্ধী জয়ন্তীতে রাজঘাটে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, শ্রদ্ধার্ঘ্য খাড়গেরও

'মহাত্মার শিক্ষাই আমাদের পথের আলো', বিশেষ টুইটে শ্রদ্ধার্ঘ্য মোদির।

দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ অনেকেই।

গান্ধী জয়ন্তীতে বিশেষ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "মহাত্মা গান্ধীর শিক্ষাই আমাদের পথ আলোকিত করে তোলে। তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে।"

রাজঘাটে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মহাত্মা গান্ধীর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও এদিন রাজঘাটে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা জাতির জনকের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজঘাটে গান্ধীজীকে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে টুইট করেন, "মহাত্মা গান্ধী কেবল একজন মানুষ নন, তিনি নিজেই এক আদর্শ। আমাদের দেশের নীতি তৈরি হয়ে তাঁকে ঘিরেই।" টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

লোকসভা স্পিকার ওম বিড়লাও এদিন রাজঘাটে গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা জানান।