Advertisement
Advertisement

Breaking News

James Webb Space Telescope

মহাকাশকে নতুন করে চেনাচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ, দেখুন তাক লাগানো ছবিগুলি

মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে অবিশ্বাস্য সুন্দর ছবিগুলি।

মহাকাশে মানুষের ‘চোখ’ হয়ে নতুন করে ব্রহ্মাণ্ডকে চেনাচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে ৪৬০ কোটি বছর আগের এই ছবি।

ছায়াপথ ও কৃষ্ণগহ্বরের বিবর্তনেও আলো ফেলেছে জেমস ওয়েবের তোলা ছবিগুলি।

তারাদের জন্মের অতুলনীয় ম্যাজিকও শক্তিশালী এই টেলিস্কোপের লেন্সবন্দি হয়েছে।

ধরা পড়েছে নক্ষত্রের মৃত্যুর একেবারে শেষ মুহূর্তের করুণ মহাজাগতিক মুহূর্তও।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বাকি বিশ্বের সঙ্গে উপভোগ করছেন ওয়েব টেলিস্কোপের তোলা প্রথম ছবিটি।

১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব টেলিস্কোপ আবির্ভাবেই চমকে দিয়েছে মহাকাশপ্রেমীদের।