Advertisement
Advertisement
National Film Awards

আলিয়া-কৃতী-আল্লু অর্জুনদের হাতে উঠল জাতীয় পুরস্কার, রাজধানীতে চাঁদের হাট

স্ত্রীর সঙ্গেই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর কাপুর।

ঘোষণা আগেই হয়েছিল। মঙ্গলবার ৬৯তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল। 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন আলিয়া ভাট। স্ত্রী জীবনের এই মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রণবীর কাপুর।

আলিয়ার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতী স্যানন। এটিই অভিনেত্রীর প্রথম জাতীয় পুরস্কার। পেয়েছেন 'মিমি' সিনেমার জন্য।

'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতা হওয়ার পুরস্কার গ্রহণ করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

'মিমি' সিনেমায় অভিনয়ের জন্য সেরা-সহ অভিনেতার পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠি।

'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জন্য সেরা-সহ অভিনেত্রী হয়েছেন পল্লবী শর্মা। সিনে দুনিয়ায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন ওয়াহিদা রহমান। অনুষ্ঠানে আলিয়া-কৃতীর সঙ্গে দু'জনকে পোজ দিতে দেখা গিয়েছে।

'রকেট্রি: দ্য নামবি এফেক্ট' সিনেমার জন্য জাতীয় পুরস্কার গ্রহণ করলেন অভিনেতা তথা পরিচালক আর মাধবন।

এবার 'RRR' সবচেয়ে জনপ্রিয় ছবির খেতাব পেয়েছে। সেই পুরস্কার নিলেন পরিচালক এসএস রাজামৌলি।

'RRR' সিনেমার নেপথ্য সঙ্গীতের জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার গ্রহণ করলেন এমএম কিরাবাণী।

'শেরশাহ' সিনেমার জন্য জাতীয় পুরস্কার হাতে নিলেন প্রযোজক করণ জোহর আর পরিচালক বিষ্ণু বর্ধন।