অযোধ্যায় মন্ত্রোচ্চারণে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ পেল শিশু রাম। সেই উদযাপনের প্রতিফলন টাইমস স্কোয়্যারেও।
মার্কিন মুলুকের অভিজাত এলাকাও মেতে উঠল রামের ভজন-কীর্তনে।
আকাশ-বাতাস কেঁপে উঠল 'জয় শ্রীরাম' ধ্বনিতে।
বাজল ঢোল, আমেরিকার রাজপথ যেন অযোধ্যা।
অযোধ্যার রামমন্দিরের ছোঁয়ায় বদলে গিয়েছে টাইমস স্কোয়্যার।
বিতরণ করা হচ্ছে লাড্ডু।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.