শীতের শুরুতে ভিড় জমতে শুরু করেছে চিড়িয়াখানায়। বাড়ির খুদেদের নিয়ে ভিড় জমাচ্ছেন সকলে। ছবি: পিন্টু প্রধান
দর্শকদের জন্য এবার সুখবর। এই মরশুমে চিড়িয়াখানায় এল নতুন অতিথি। নতুন জেব্রা শাবক জন্ম নিল আলিপুর চিড়িয়াখানায়।
মঙ্গলবারই জন্ম হয়েছে শাবকটির। সদ্য ভূমিষ্ঠ হওয়ায় তাঁর লিঙ্গ নির্ধারণ করা হয়নি এখনও।
ডিসেম্বরের শীতের ওম গায়ে মেখে ছুটির দিনে চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছে শহরবাসী। তাঁদের মন কাড়তে নতুন নতুন পশু-পাখি আনার ভাবনাচিন্তা করছে কর্তৃপক্ষ। ছবি: অরিজিৎ সাহা
এর মাঝেই দর্শকদের মন কাড়বে নতুন জেব্রা শাবকের কীর্তিকলাপ। আশায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে আরও এক জেব্রা শাবকের জন্ম দিয়েছিল জেব্রা দ্যুতি। ছবি: পিন্টু প্রধান
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে আরও এক জেব্রা শাবকের জন্ম দিয়েছিল জেব্রা দ্যুতি। এবার সেই তালিকায় জুড়ল এই জেব্রা শাবক। সবমিলিয়ে চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা দাঁড়াল ৮।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.