Advertisement
Advertisement

Breaking News

Snowfall in Sikkim

সিকিমজুড়ে ভারী তুষারপাত, মিলছে না নাথু-লা, ছাঙ্গু যাওয়ার অনুমতি

শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং পাহাড়ে।

ভারী তুষারপাত চলছে সিকিমে। দুর্ঘটনা এড়াতে নাথু-লা, ছাঙ্গু ভ্রমণের পারমিট দেওয়া বন্ধ রাখল প্রশাসন। ছবি: ফেসবুক।

লাচুং, জুলুক ভ্রমণে কোনও বাধা নেই। সেখানে ইতিমধ্যে ১ হাজারের বেশি পর্যটক রয়েছেন।

উত্তর সিকিমের ইয়ংথাং, লাচুং, গুরুদংমার লেক, কাটাও, জিরো পয়েন্ট ভারী তুষারপাত হয়েছে।

পূর্ব সিকিমের শেরথাং, ছাঙ্গু, নাথু-লা, জুলুকও ঢেকেছে সাদা চাদরে। কয়েকদিন সিকিমে এই পরিস্থিতি থাকবে।

বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ের উঁচু এলাকায় ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

দার্জিলিংয়ের টুমলিং তুষারে মুখ ঢেকে ছিল। তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পর্যটকদের ভিড় বেড়েছে সেখানে।

শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং পাহাড়ে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে। ছবি ও তথ্য বিশ্বজ্যোতি ভট্টাচার্য।