Advertisement
Advertisement

রেকর্ড ভিড়ে কাঁটা ফের করোনা, বড়দিনে দিঘায় কমল পর্যটকের আনাগোনা

বড়দিনে রঙিন দার্জিলিং ম্যাল।

বড়দিনে বাড়ল তাপমাত্রার পারদ। গত ৭ বছরে 'উষ্ণ' ক্রিসমাসের সাক্ষী কলকাতা-সহ গোটা রাজ্য।

হালকা শীতের আমেজ গায়ে মেখে ছুটির আনন্দে গা ভাসিয়েছেন আপামর বঙ্গবাসী।

রাজ্যের প্রত্যেকটি পর্যটনস্থলে জনজোয়ার। আট থেকে আশি ভিড় জমিয়েছেন প্রায় সকলেই।

হাতে ক'দিনের ছুটি মানেই বাক্সপ্যাঁটরা গুছিয়ে দিঘা পাড়ি দেওয়া বাঙালির সংখ্যা নেহাত কম নয়। এবারও দিঘায় পাড়ি জমিয়েছেন বহু মানুষ। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

কেউ উপভোগ করছেন উথাল পাতাল সমুদ্র। আবার কেউ বা মজেছেন পিকনিকে।

পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় বড়দিনে দিঘায় পর্যটকের সংখ্যা কিছুটা কম। নতুন করে ফের চোখরাঙাচ্ছে করোনা। সেই আশঙ্কাতেই অনেকে দিঘা সফর বাতিল করেছেন বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

বড়দিনে রঙিন দার্জিলিং ম্যালও। ভিড় জমিয়েছেন বহু পর্যটক।