Advertisement
Advertisement
Qatar World Cup

কাতারে ফুটবল মহাযজ্ঞের বোধন, জাংকুকের গানে মাতল আল বায়েত স্টেডিয়াম

মঞ্চ মাতালেন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান।

কাতারের মাটিতে শুরু হল ফুটবল বিশ্বকাপ। আরব দেশগুলির মধ্যে প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার। সেদেশের সংস্কৃতির সঙ্গে আধুনিকতার মিশেলে সেজে উঠল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। অভিনব কায়দায় তাঁকে কাতারে স্বাগত জানানো হল। ফ্রিম্যানের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। শারীরিক প্রতিকূলতাকে কাটিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়, তার আদর্শ উদাহরণ এই কাতারি যুবক।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাসকট লা'ইব। তবে এই ম্যাসকটের বিশেষ কোনও পরিচয় নেই। বিগত প্রত্যেক বিশ্বকাপের ম্যাসকটদের সঙ্গে নিয়ে মঞ্চে উঠে এল নতুন ম্যাসকট।

জাগলিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলির পতাকাকে উপস্থাপন করা হল। আলোকসজ্জায় ভরে উঠল দোহার আল বায়েত স্টেডিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করল বিটিএস। তবে বিটিএস হিসাবে নয়, পারফর্ম করলেন এই ব্যান্ডের সদস্য জাংকুক।

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার। কোরিয়ান নাচ-গানের তালে মেতে উঠল উদ্বোধনী অনুষ্ঠান।