ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনের বাইশ গজে নামার আগে ফুরফুরে মেজাজে বাবর আজম। ক্রিকেট ব্যাট সরিয়ে রেখে আপাতত হাতে তুলে নিয়েছেন গল্ফ স্টিক!
মঙ্গলবার কলকাতার আরসিজিসি গল্ফ কোর্সে দেখা গেল পাকিস্তান অধিনায়ককে। বেশ খানিকক্ষণ গল্ফ খেলে কাটালেন তারকা। অনুরাগীর আবদারে আবার ছবিও তুললেন।
তবে শুধুই বাবর নয়, পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া তারকা তথা পাকিস্তানের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলও। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে তিনিও খেললেন গল্ফ।
ছিলেন পাক দলের কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্নও। কয়েকদিন ধরেই নাকি গল্ফ কোর্সে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা। অবশেষে এদিন সেই ইচ্ছে পূরণ হয় পাক দলের সদস্যদের।
গত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর পথ খুলে রেখেছেন বাবররা। ১১ নভেম্বর ইডেনে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার লিগ তালিকার সবচেয়ে নিচে। সাত ম্য়াচে মাত্র একটা ম্যাচ জিতেছে তারা।
তাই ইংল্যান্ডকে হারাতে পারলে শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা অনেকটাই বাড়বে পাকিস্তানের। যদিও বাবরদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.