একসময়ের জগৎজোড়া সুখ্যাতি ছিল এই লাস্যময়ীর।
নয়ের দশকে পুরুষ হৃদয়ে ঝড় তুলত তাঁর বক্ষ বিভাজিকা।
শরীরী আবেদনে টইটম্বুর সেই তণ্বী পামেলা অ্যান্ডারসনে রাতে স্বপ্নে দেখেননি এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর।
কিন্তু 'বেওয়াচ' টিভি সিরিজ খ্যাত সেই লাস্যময়ী এখন বয়সের ভারে 'বুড়ি'।
এবার পাঁচ নম্বর বিয়েটা সেরে ফেললেন একসময়ের নামকরা 'প্লে-বয়' ম্যাগাজিনের মডেল।
বিয়েও করেছেন একেবারে 'হলিউড মোঘল'কে। 'ব্যাটম্যান' খ্যাত প্রযোজক জন পিটার্সকে মালিবুতে একদম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন পামেলা।
৫২ বছরের পামেলা এর আগে বিয়ে করেছিলেন টমি লি এবং কিড রককে। সেইগুলি ভেঙে যাওয়ার পর তিন নম্বর বিয়ে করেন পেশাদার পোকার খেলোয়াড় রিক সলোমনকে। সেটাও আবার নাকি দুবার।
সেই সম্পর্ক দানা না বাঁধায় ৭৪ বছরের জন পিটার্সের সঙ্গে বিয়ে সারলেন তিনি।
ফ্রান্সের ফুটবল তারকা আদিল রামির সঙ্গে লিভ-ইন সম্পর্কেও জড়ান পামেলা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.