রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। ঠিক যেন রূপকথা।
‘মার্বেল ওয়েডিং থিমে’র সঙ্গে মানিয়ে সাজপোশক Mr. & Mrs. চাড্ডার (Parineeti Raghav Wedding Picture)। মার্কিন মুলুক থেকেই আশীর্বাদ করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
রাঘব-পরিণীতি (Parineeti Chopra and Raghav Chadha Wedding) লিখলেন, “প্রথম প্রাতঃরাশের টেবিলের গল্প থেকেই, আমাদের মন বুঝে গিয়েছিল। অনেকদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে শ্রীমান, শ্রীমতী!"
মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি। রাঘব পরেছিলেন নিজের কাকা পবন সচদেবের ডিজাইন করা পোশাক। পরিণীতির গালে চুমু এঁকে দিলেন রাঘব।
মনোক্রমে ধরা পড়ল নবদম্পতির ভালবাসার মুহূর্ত। আয়ুষ্মান খুরানা, এশা দেওল, অনুপম খের, বরুণ ধাওয়ানস নেহা ধুপিয়া, বাদশা, হরভজন সিং, সানিয়া মির্জা নিনা গুপ্তা, মনীশ মালহোত্রা সকলেই পরিণীতির পোস্টে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.