পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে ঠিক কী সম্পর্ক? তা নিয়ে জল্পনা জারি। তবে দু’জনের ঘনিষ্ঠতার প্রমাণ দিতে চার্জশিটে বেশ কিছু তথ্য তুলে ধরেছে ইডি। নিজের খরচে নাকি অর্পিতাকে সিঙ্গাপুর ও ব্যাংকক নিয়ে গিয়েছিলেন পার্থ।
ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোয়ায়ও গিয়েছিলেন মডেল অভিনেত্রী। বিলাসবহুল সেই হোটেলে থাকার কথা নাকি জানিয়েছেন খোদ প্রাক্তন মন্ত্রী।
এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে নয়াবাদের একটি ফ্ল্যাট থেকে পার্থ-অর্পিতার ঘুরতে যাওয়ার আটটি ছবি উদ্ধার করেছে ইডি।
তদন্তে উঠে এসেছে স্নেহময় দত্ত বলে এক ব্যক্তির নাম। জানা গিয়েছে, গোয়া ও থাইল্যান্ডে অর্পিতা ও পার্থর সফরসঙ্গী ছিলেন স্নেহময়ও।
এদিকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুধু অর্পিতা নন, আরও বহু বন্ধু ও সহকর্মীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি।
চার্জশিটে ইডি জানিয়েছে, সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল অর্পিতার। নিজেকে ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে সম্মত্তির সংশাপত্র দিয়েছিলেন পার্থ।
সূত্র মারফত জানা গিয়েছে, গোটা ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন অর্পিতা। পাশাপাশি রাজসাক্ষী হওয়ার আরজিও জানান তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.