Advertisement
Advertisement
Payal Rohatgi

দীর্ঘদিনের প্রেমিক সংগ্রামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পায়েল রোহতগি, দেখুন অ্যালবাম

দুই তারকার ভালবাসার সম্পর্ক ১২ বছরেরও বেশি।

দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পায়েল রোহতগি। ৯ জুলাই, শনিবার সংগ্রাম সিংয়ের সঙ্গে চারহাত এক হল তাঁর।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে নবদম্পতির একগুচ্ছ ছবি। যেখানে লাল লেহঙ্গায় নজর কাড়ছেন পায়েল। সংগ্রামের পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি।

এর আগে পায়েল ও সংগ্রামের গায়ে হলুদ, সংগীত ও মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার চর্চায় তাঁদের বিয়ের ছবি।

কুস্তিগির সংগ্রাম সিংয়ের সঙ্গে পায়েলের ভালবাসার সম্পর্ক ১২ বছরেরও বেশি। সেই প্রেমই বদলে গেল পরিণয়ে।

শনিবার আগ্রায় জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

নতুন জীবন শুরুর আগে দু'জনে সাড়ে ৮০০ বছর পুরনো মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন পায়েল ও সংগ্রাম।

সম্প্রতি রিয়ালিটি শো 'লক আপ'-এ বিয়ের কথা ঘোষণা করেছিলেন সংগ্রাম। বলেছিলেন, "তাড়াতাড়ি শো শেষ করো। তারপরই বিয়ের পিঁড়িতে বসব।"

নতুন জীবন শুরু করে সকলের আশীর্বাদ কামনা করেছেন তারকা দম্পতি।