কলকাতা তো বটেই দেশে প্রথমবার কোনও নদীর নিচ দিয়ে চলল মেট্রো।
শুক্রবার সকাল থেকে শুরু হল এসপ্ল্যানেড(esplanade) থেকে হাওড়া ময়দান(Howrah Maidan) মেট্রো পরিষেবা।
চারদিকে ঝলমলে আলো। সাজানো স্টেশন। বাংলা তথা দেশের মেট্রোর ইতিহাসে এ যেন এক সোনালি দিন।
দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোয় চড়ার জন্য ভোররাত থেকে টিকিটের লাইনে দাঁড়ান যাত্রীরা।
শুধু হাওড়া, কলকাতা নয় ভিনরাজ্যের বাসিন্দারাও ভিড় জমান মেট্রো স্টেশনে।
ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর কাচের স্লাইডিং দরজা খোলে। কার্যত হুড়মুড়িয়ে মেট্রোয় উঠে পড়েন যাত্রীরা।
টিকিট কাটার পর যাত্রীরা মূল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা তাঁদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান।
প্রথমবার গঙ্গার নিচের মেট্রোয় চড়ে আপ্লুত যাত্রীরা।
গঙ্গার নিচে নীল আলো দেখে আনন্দে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। এই পথে মেট্রো শুরু হওয়ায় এবার হাওড়া থেকে কলকাতায় যাতায়াতের সুবিধা হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ইতিহাসের সাক্ষী থাকতে এদিন মেট্রো চড়েন অনুপম রায় এবং রূপঙ্কর বাগচিও। অনুপম তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.