দিওয়ালি উপলক্ষে দেবভূমি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির দর্শন করেছেন প্রধানমন্ত্রী।
মন্দির দর্শন ছাড়াও বেশ কয়েকটি প্রকল্পও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তাছাড়াও যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলিও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নির্মাণশ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি।
বদ্রীনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরনে ছিল হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী পোশাক চোলা ডোরা।
আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থলও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
কেদারনাথের বিগ্রহে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেবভূমি সফরের আগাগোড়া মোদির পরনে ছিল চোলা ডোরা। হিমাচল প্রদেশের মহিলারা নিজের হাতে বানিয়ে এই পোশাক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
দেবভুমি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
ভারতের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির। দেবভূমিতে দাঁড়িয়ে এই কথাই মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশ যেন আরও উন্নতির পথে এগিয়ে যায়, এই কামনা করেই দেবভূমিতে পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.