পূর্ব লাদখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাগাতার উসকনি দিচ্ছে চিন। এহেন টালমাটাল সময়ে শুক্রবার সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার কাকভোরে উত্তেজনার আবহেই লাদাখে পৌঁছন প্রধানমন্ত্রী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদি।
এদিন সেনাছাউনিতে সেনা, বায়ুসেনা এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে জওয়ানদের মনোবল বাড়ান মোদি।
শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছেন জওয়ানরা। অত্যাধুনিক অস্ত্র ও পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হয়েছে বলে জানান মোদি।
‘গালওয়ান আমাদের’, শুক্রবার লেহতে চিনকে হুঁশিয়ারি দিয়ে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ফরওয়ার্ড পোস্টে মোতায়েন সৈনিকদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী সাফ বলেন, “আপনাদের বীরত্বের জন্য দেশ সুরক্ষিত আছে।"
এদিন সেনাছাউনিতে সেনা, বায়ুসেনা এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে জওয়ানদের মনোবল বাড়ান মোদি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছাউনিতে সেনাকর্তা ও জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.