Advertisement
Advertisement

Breaking News

PM Modi

ছবি পোস্ট করে বাংলায় নববর্ষের শুভেচ্ছা মোদি-মমতার, বিশেষ ভিডিও বার্তা অভিষেকের

পয়লা বৈশাখে শহরের আনাচে-কানাচে উৎসবের রং।

রাজ্যবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ভাষায় লেখা একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে তাঁর প্রার্থনা, প্রত্যেকের জীবনে যেন আনন্দ আসে। প্রত্যাশা পূরণ হয় ও স্বাস্থ্য ভাল থাকে। রাজ্যবাসীকে ফেসবুক ও টুইটারে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষ ভিডিও বার্তায় অভিষেক বলেন, "আসুন আমরা সকলে, আজকের দিনে সমস্ত ভেদাভেদ, সবরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে, সকল কূপমণ্ডূকতা ত্যাগ করে, শপথ নিই কোনওরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে। আমরা গর্বিত আমরা বাঙালি, আমরা গর্বিত আমরা সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন।"

বৈশাখের প্রথম দিন মানেই হালখাতার ব্যস্ততা। দোকান-বাজার থেকে অফিস, বাড়ি সবখানেই এদিন পূজিত হচ্ছে লক্ষ্মী-গণেশ।

শহরের বিভিন্ন মন্দিরে শনিবার সকাল থেকেই উপচে পড়া ভিড়। গোটা বছরটা ভাল কাটার প্রার্থনায় পুজো দিচ্ছেন বাঙালিরা।

নতুন বছরকে স্বাগত। শহরের রাস্তা সেজে উঠল নববর্ষের রঙিন আলপনায়।

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি পেঁচা, বাঘ, ফুল, ঘোড়া, হরিণ-সহ রংবেরঙের নানা প্রাণীর কাটআউট। নজরকাড়া এই শোভাযাত্রার অপেক্ষায় দক্ষিণ কলকাতা।

আজ থেকে জনসাধারণের জন্য খুলে যাবে রাজভবনের দরজা। শীঘ্রই 'হেরিটেজ ওয়াকে' অংশ নিতে পারবেন আপনিও।