আসিয়ান-ইন্ডিয়া শীর্ষ সম্মেলন যোগ দিতে বৃহস্পতিবার ভোরে ইন্দোনেশিয়া পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান বন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে।
জাকার্তায় মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলারা। তাঁদের পোশাকে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। নাম বদলের জল্পনার মাঝেই তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা গেল 'উই লাভ ভারত' লেখা।
নানা রঙের ফুল ও বিভিন্ন দেশের জাতীয় পতাকায় সেজে উঠেছিল সম্মেলনকক্ষ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন মোদি।
সম্মেলনে মোদির সঙ্গে সৌজন্য বিনিময় করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অভ্যর্থনা বিনিময় প্রধানমন্ত্রী মোদির।
এই সামিটে খোশ মেজাজে ধরা দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আসিয়ান সামিটে সহ-সভাপতিত্ব করা ভারতের জন্য গর্বের এবং সম্মানের।"
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.