জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন বারাণসী কেন্দ্র থেকে। ছবি: এএনআই
চার প্রস্তাবকের সই নিয়ে মনোনয়ন পেশ করলেন প্রধানমন্ত্রী। জেলাশাসকের কক্ষে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: এএনআই
মনোনয়ন পেশের পরেই এনডিএ এবং বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বিজেপি ছাড়াও একাধিক শরিক দলের শীর্ষ নেতারা হাজির ছিলেন মোদির মনোনয়নে। ছবি: এএনআই
মোদির মনোনয়ন যেন শাসক জোটের শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখা গেল মোদির পাশে। হাজির ছিলেন অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। ছবি: পিটিআই
মনোনয়ন জমা দেওয়ার পরে জেলাশাসকের দপ্তর থেকে বেরিয়ে নেতাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানেই হাজির ছিলেন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছবি: পিটিআই
মন্ত্রী ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হাজির ছিলেন মনোনয়নে। ছিলেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতাও। ছবি: পিটিআই
সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী। চিরাগ পাসওয়ান থেকে একনাথ শিণ্ডে সকলকেই দেখা গেল মনোনয়নে। তবে সদ্য এনডিএতে যোগ দেওয়া নীতীশ কুমার এদিন ছিলেন না মোদির মনোনয়নে। ছবি: পিটিআই
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.