ভাইব্র্যান্ট গুজরাট সামিট সফল করতে এবং শিল্প-সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা করতে সোমবার আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাঁর সঙ্গে আহমেদাবাদে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও।
ভাইব্র্যান্ট গুজরাট সামিটে যোগ দেওয়ার আগে আহমেদাবাদে শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে নিয়ে ৩ কিলোমিটারের একটি রেড শো করেন।
আমিরশাহীর সঙ্গে ভারত বেশ সুসম্পর্ক বজায় রেখেই চলছে। গত বছরই আমিরাশহী গিয়ে শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
সেসময় মহম্মদ বিন জায়েদকে মোদি জানান, প্রত্যেক ভারতীয় তাঁকে ভারতের প্রকৃত বন্ধু ভাবে। দু দেশের ব্যবসায়ীক সম্পর্ক নিয়েও আলোকপাত করেন মোদি।
তারপরই ভাইব্র্যান্ট গুজরাট সামিটে আমন্ত্রণ জানানো হয় আমিরশাহীর রাষ্ট্রপতিকে। তিনি এদিন ভাইব্র্যান্ট গুজরাট সামিটেও যোগ দেন।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.