Advertisement
Advertisement
Atal Bridge

সবরমতী নদীর উপর তৈরি ‘অটল সেতু’, উদ্বোধন মোদির হাতেই, দেখে নিন ছবি

দু'দিনের গুজরাট সফরে 'খাদি উৎসবে'ও যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সবরমতী নদীর তীরে উপর তৈরি হল 'অটল সেতু'। শনিবারই প্রধানমন্ত্রী মোদির হাতে উদ্বোধন হওয়া সেতুটির দৈর্ঘ্য ৩০০ মিটার।

নদীটির পূর্ব ও পশ্চিম দিককে যুক্ত করা এই সেতুটিতে কেবল পথচারীরাই ব্যবহার করতে পারবেন।

তবে সাইকেল আরোহীদেরও ব্যবহার করতে পারবেন সেতুটি। সেতুটি তৈরি হয়েছে ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করে।

সেতুটি তৈরি হয়েছে ২ হাজার ৬০০ মেট্রিক টন স্টিলের পাইপ ব্যবহার করে।

পর্যটকদের আকর্ষণ করতে সেতুটিকে বিশেষ সাজে সাজানো হয়েছে। বিশেষ করে রাতের বেলা আলোয় সজ্জিত সেতুটি অপরূপ সৌন্দর্য ছড়াবে।

দু'দিনের গুজরাট সফরে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি যোগ দিয়েছেন 'খাদি উৎসবে'।