Advertisement
Advertisement

Breaking News

NJP Station

বিশ্বমানের হবে নিউ জলপাইগুড়ি স্টেশন, ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির হাতেই, দেখুন ছবি

একই দিনে উদ্বোধন হবে জোকা-তারাতলা মেট্রোর।

রাত পোহালেই কলকাতার আরও এক মেট্রো রুটের উদ্বোধন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে বেহালাবাসীর। জোকা থেকে তারাতলার দূরত্ব ৬.৫ কিলোমিটার।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো প্রকল্পটি তৈরি করতে খরচ পড়েছে ২ হাজার ৪৭৫ কোটি টাকা।

জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন রয়েছে এই রুটে।

জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন রয়েছে এই রুটে।

একটি ট্রেনই যাতায়াত করবে। তবে নয়া এই মেট্রোলাইনে ইস্ট-ওয়েস্টের মতো প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর নেই।

নিউ জলপাইগুড়ি স্টেশনকেও নতুন করে সাজানো হবে। তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

পুনর্নির্মাণের কাজ শেষ হলে ভোল বদলে যাবে এনজেপি স্টেশনের। মডেল স্টেশনটির ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ স্টেশনের ভোল বদল করতে খরচ হবে আনুমানিক ৩৩৫ কোটি টাকা।