Advertisement
Advertisement

Breaking News

নতুন সংসদ ভবনে প্রবেশ প্রধানমন্ত্রীর

দেখে নিন ছবিতে ছবিতে।

গণেশ চতুর্থীর দিনে নতুন সংসদ ভবনে পা রাখার আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া"। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয়েছে “সংবিধান সদন”।

এরপর দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী।

‘আমরা নতুন অধ্যায় শুরু করছি’, নতুন সংসদ ভবনের প্রথম ভাষণে দেশ এবং গোটা বিশ্বকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২৮ মে নতুন এই ভবনের উদ্বোধন করেছিলেন মোদি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামগ্রী এনে তিলে তিলে গড়া হয়েছে গণতন্ত্রের এই পীঠস্থান।

২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে।

কেন্দ্রের ডাকা বিশেষ অধিবেশনের দ্বিতীয়দিনে মঙ্গলবার প্রথম অধিবেশন বসল এই ভবনে।

দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল। যার নাম হবে ‘নারী শক্তি বন্ধন অধিনিয়ম’।