ইউক্রেন যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির তিন দিনের ঐতিহাসিক আমেরিকা সফর। মার্কিন কংগ্রেসে কী বার্তা দেবেন ভারতের প্রধানমন্ত্রী? তাকিয়ে গোটা বিশ্ব।
আমেরিকা সফরে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন মোদি। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপুঞ্জের আধিকারিক এবং কূটনীতিকরাও।
সফর শুরুতেই টুইটার কর্তা এলন মাস্কের সঙ্গে বৈঠক করেন মোদি। মার্কিন ধনকুবের বলেন, ”আমি মোদির ফ্যান।” ভারতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী টেসলা কর্তা।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন স্বাগত জানান মোদিকে। আলিঙ্গনবদ্ধ হন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
বৃহস্পতিবার রাতে বাইডেন এবং তাঁর স্ত্রীর আতিথ্যে হোয়াইট হাউসে নৈশভোজ সারেন মোদি। উভয় রাষ্ট্রপ্রধান একে অপরের মধ্যে উপহার বিনিময় করেন।
মার্কিন ফার্স্ট লেডিকে সাড়ে ৭ ক্যারেটের সবুজ হিরে উপহার দেন মোদি। যা রাখা ছিল পেপার ম্যাশ দিয়ে তৈরি কাশ্মীরি নকশা করা শৌখিন বাক্সে।
চন্দনকাঠের একটি বাক্সও উপহার দেন মোদি। তাতে ছিল রুপোর গণেশ ও নারকেল, প্রদীপ এবং ‘দশ দানম’ বা দশ দান, উপনিষদ ইত্যাদি।
ভারতের প্রধানমন্ত্রীকে ভিনটেজ আমেরিকান ক্যামেরা, কবির স্বাক্ষর-সহ রবার্ট ফ্রস্টের কবিতাসংগ্রহের প্রথম সংস্করণ উপহার দিলেন বাইডেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.