Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi foreign honor

মাত্র ৯ বছরে মোদির মুকুটে ১৩ দেশের রাষ্ট্রীয় সম্মান, ছবিতে দেখুন গর্বের মুহূর্ত

রবিবারেই মিশরের সর্বোচ্চ সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী।

১১

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। মাত্র ৯ বছরের মধ্যেই ১৩টি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। ২০১৮ সালে প্যালেস্তাইনের সর্বোচ্চ জাতীয় সম্মান পান মোদি।

১১

২০১৯ সালে কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস পুরস্কার পান মোদি। দেশের সর্বোচ্চ সম্মানে মোদিকে ভূষিত করেন বাহরাইনের রাজা।

১১

অমুসলিমদের জন্য সৌদি আরবের সর্বোচ্চ সম্মান, অর্ডার অফ আবদুলাজিজ আল সৌদ পেয়েছেন মোদি।

১১

২০১৬ সালে মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান দেয় আফগানিস্তান। প্রতিবেশী দেশের স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান সম্মান পান প্রধানমন্ত্রী।

১১

২০১৯ সালে অর্ডার অফ জায়েদ পুরস্কার পান প্রধানমন্ত্রী। এটি সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ সম্মান।

১১

২০১৯ সালে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সেদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মোদিকে। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল সম্মান পান প্রধানমন্ত্রী।

১১

চলতি বছরেই কম্প্যানিয়ন অফ অর্ডার অফ ফিজি সম্মান পান মোদি। প্রধানমন্ত্রীর ফিজি সফরে তাঁকে এই সম্মান দেন ফিজির প্রধানমন্ত্রী।

১১

আমেরিকার লিজিয়ন অফ মেরিট সম্মান পেলেও এই পুরস্কার নিতে যেতে মার্কিন মুলুকে যেতে পারেননি মোদি। ২০২১ সালে ভুটানের ড্রুক গ্যালপো সম্মান পান মোদি।

১১

বিদেশিদের জন্য মালদ্বীপের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১০ ১১

পাপুয়া নিউ গিনি সফরে গিয়েও সেদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। চলতি বছরেই এই সম্মান পেয়েছেন মোদি।

১১ ১১

মোদির মুকুটের সাম্প্রতিক সংযোজন অর্ডার অফ দ্য নাইল সম্মান। মিশর সফরে গিয়ে সেদেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী।