প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভার বেশ কিছু সদস্যের সম্পত্তির পরিমাণ ঘোষণা করল প্রধানমন্ত্রীর দপ্তর। হলফনামা অনুযায়ী কেন্দ্রের প্রায় সব মন্ত্রীই কোটিপতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। প্রধানমন্ত্রীর হাতে নগদ আছে মাত্র ৩৫ হাজার ২৫০ টাকা। গুজরাটে মোদির বাড়িটির দাম ১ কোটি ১০ লক্ষ। যদিও সেই সম্পত্তির মাত্র ২৫ শতাংশের মালিক তিনি।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সম্পত্তি প্রধানমন্ত্রীর থেকে সামান্য বেশি। রাজনাথ মোট ২ কোটি ৫৪ লক্ষ ৪০ হাজার ৩৩৭ টাকার মালিক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকার কিছু বেশি। ধর্মেন্দ্রর থেকে তাঁর স্ত্রী অনেক বেশি ধনী। তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৯২ লক্ষ টাকার বেশি।
মন্ত্রীদের মধ্যে অন্যতম ধনী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৬৫ লক্ষের কিছু বেশি। সিন্ধিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। যদিও সব মিলিয়ে সিন্ধিয়া পরিবারের সম্পত্তি কয়েকশো কোটি। যার অধিকাংশই জ্যোতিরাদিত্যর নামে নেই।
কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডির স্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৩৫ লক্ষের বেশি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ টাকার আশেপাশে।
যে কয়েকজন মন্ত্রীর সম্পত্তির পরিমাণ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা, তার মধ্যে নাম নেই অমিত শাহর। তবে ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী শাহর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি ৫০ লক্ষের আশেপাশে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.