বাগদেবীর আরাধনায় মাতল গোটা বাংলা।
রাজনীতির ব্যস্ততা ভুলে সরস্বতী পুজোয় মাতোয়ারা রাজনীতিকরা।
সরস্বতী পুজোর সকালে আচমকা যোগমায়া দেবী কলেজে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কিংবা প্রশাসনিক প্রধান হিসেবে নয়, প্রাক্তন ছাত্রী হিসেবে সেখানে যান। গাইলেন গানও।
স্ত্রী, সন্তানের সঙ্গে বাগদেবীর আরাধনায় মাতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
'বিদ্যা দাও মা..', বাবার কোলে বসে প্রার্থনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুদে ছেলের।
তৃণমূল ভবনেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়।
মন্ত্রপাঠ করে পুজোয় পৌরহিত্য করেন শোভনদেব চট্টোপাধ্যায়।
চলতি বছরের সরস্বতী পুজোয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মেয়ের হাতেখড়ি। খুদেকে একগুচ্ছ উপহার সামগ্রী পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপালের মতো গুণী মানুষের আশীর্বাদ পেয়ে মেয়ে মানুষের মতো মানুষ হবে বলেই আশা সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
সরস্বতী পুজোয় বাংলা শেখার হাতেখড়ি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিজেপি নেতৃত্ব অনুষ্ঠানে কেউ যোগ না দিলেও রাজভবনে বসে চাঁদের হাট।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.