অতিমারী আবহেই অগ্নিকে সাক্ষী রেখে প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পুরুষদের হৃদয়ে ঝড় তোলা মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে।
১০ সেপ্টেম্বর একেবারে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন পুনম। পাত্রের নাম?
পাত্র স্যাম বম্বে। তাই স্ত্রীয়ের সঙ্গে ছবি আপলোড করে পুনমের স্বামীও ক্যাপশন বেঁধেছেন "মিস্টার অ্যান্ড মিসেস বম্বে।"
বিয়ের সাজে পুনমকে দেখা গেল ডিজাইনার ঘাঘড়া চোলিতে সাজতে। সঙ্গে মানানসই ভারী গয়নাও পরেছেন। পাত্রও কনে পুনমের সঙ্গে ম্যাচিং শেরওয়ানিতে সেজেছেন।
বিয়ের ছবি শেয়ার করে পুনম পাণ্ডে লিখেছেন, "সাত জন্মের জন্য বাঁধা পড়লাম তোমার সঙ্গে।" যা শুনে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।
নেটজনতার কথায়, "দিনরাত নগ্ন হয়ে ছবি পোস্ট করা কোনও মহিলাকে প্রথম কোনও পুরুষ এভাবে ধুমধাম করে বিয়ে করল।"
পুনমের বিয়ের ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.