Advertisement
Advertisement

Breaking News

আচমকা মৃত্যুর নাটক, শরীরের নষ্টনীড়েই বারবার খ্যাতি পাওয়ার চেষ্টা পুনমের

পুনমের সোশাল মিডিয়া জুড়ে শুধুই খোলামেলা ছবি আর ভিডিও।

আচমকা মৃত্যুর নাটক পুনম পাণ্ডের। তিনি নাকি জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনা বাড়াতে এই কাণ্ড ঘটিয়েছেন। সত্যিই কি তাই? নাকি শুধুই খবরে থাকার চেষ্টা? কারণ যাই হোক, এই কাজ করে নেটিজেনদের রোষানলে পুনম।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্ককে হাতিয়ার করে খবরে থাকতে চেয়েছেন পুনম। ২০১১ সালে বিসিসিআইয়ের অফিসের ঠিকানায় চিঠি পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন!

২০২০ সালে বিয়ের দুসপ্তাহের মধ্যে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম। স্যাম গ্রেপ্তারও হন। পরে জামিন পেয়ে যান। শোনা যায়, পরে নাকি দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছিল। সে সময়ও অনেকে বলেছিলেন, বিয়ে, অশান্তি সবই পুনমের পাবলিসিটি স্টান্ট।

নর্থ গোয়ার সরকারি জায়গায় নগ্ন হয়ে ভিডিও শুট করার জন্য পুনমকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল গোয়া ফরোয়ার্ড পার্টি। সেখানকার মহিলা কমিশনও এমন ঘটনায় বেশ ক্ষিপ্ত ছিল।

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ডে পুলিশের সন্দেহের তালিকাতেও ছিলেন পুনম। রাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তিনি।

সোশাল মিডিয়াতেও খোলামেলা ছবি-ভিডিও আপলোড করতে থাকেন পুনম। যেন শরীরের নষ্টনীড়েই তাঁর আলোচনায় থাকার চেষ্টা। তবে এবার হিতে বিপরীতই হয়েছে।

এবার ক্যানসারের মতো মারণ রোগ মিয়ে মিথ্যে কথা বলে বিপাকে পুনম। সোশাল মিডিয়ায় অনেকেই তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। ছবি: ইনস্টাগ্রাম।