Advertisement
Advertisement

Breaking News

kedarnath

ফুলের বৃষ্টি, মহাদেবের জয়ধ্বনি, অক্ষয় তৃতীয়ায় খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা

২০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে কেদারনাথধাম।

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে কেদারনাথ ধামের দরজা আজ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। উদ্বোধনে কেদারধামে উপস্থিত ছিলেন অগণিত ভক্ত।

মন্দিরের দরজা খোলার সময় মহাদেবের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

সমুদ্রতল থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার উচ্চতায় কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার মন্দাকিনী নদীর কাছে অবস্থিত।

কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা খুলে দিয়ে চারধাম যাত্রা শুরু হবে।

শুক্রবার, রীতি অনুযায়ী, সকাল ৭ টায় ভক্তদের দর্শনের জন্য কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়েছে।

এ সময় হেলিকপ্টার থেকে ফুলের বৃষ্টি করা হয়। হাজার হাজার ভক্তের উল্লাস নিয়ে কেদারনাথে পৌঁছয় বাবা কেদারের পঞ্চমুখী ডোলি।

বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতির মতে, মন্দির খোলার আগে, ভগবান শিবের বাসস্থানকে ২০ কুইন্টাল ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল।