বিতর্কের মাঝেই শান্তিনিকেতনে শুরু হল পৌষ উৎসব। প্রথা মেনে শুক্রবার সকালে বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল উৎসব।
গৌর প্রাঙ্গণে ভোর সাড়ে ৫ টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল ৬ টায় সানাই ও সকাল সাড়ে ৭টায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে ঘরোয়াভাবে পালিত হল পৌষ উৎসব।
এবছর পৌষমেলা হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল টানাপোড়েন। ছাত্র আন্দোলনকে কারণ হিসেবে দেখিয়ে পৌষমেলা থেকে সরে দাঁড়ায় বিশ্বভারতী।
এদিকে ঐতিহ্যবাসী পৌষমেলা করার দাবিতে আদালতে মামলা পর্যন্ত দায়ের হয়। কিন্তু সিদ্ধান্ত বিশ্বভারতীর উপরই ছেড়েছিল আদালত।
অবশেষে ছোট্ট পরিষরে আয়োজিত হল পৌষ উৎসব।
বিকল্প পৌষমেলায় লোকসংস্কৃতি ও হস্তশিল্পের দেড় হাজারের বেশি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রনাথ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.