দোলের হাতে এখনও বাকি প্রায় ৩ সপ্তাহ। তবে আগেভাগেই আবিরে রঙিন হল খাস কলকাতা।
রবিবার ময়দানে উদযাপন করা হল প্রাক দোল উৎসব। রঙ-আবিরে মাতলেন তরুণ-তরুণীরা।
কেউ লাল, কেউ সবুজ, কেউ আবার নীল। দোলের আগেই সব রং মিলেমিশে একাকার শহরের বুকে।
দোলের সঙ্গে প্রেমের সম্পর্ক চিরন্তন। প্রাক দোলেও ছিল প্রেমের ছোঁয়া। প্রেমের রঙে রঙিন হয়ে উঠলেন প্রেমিক-প্রেমিকারা।
রবিবার কলকাতা পরিণত হল এক টুকরো শান্তিনিকেতনে। নাচে-গানে বসন্তকে আহ্বান করলেন করলেন সকলে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.